জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন করতে IT Lancer BD এর জাতীয় পরিচয় পত্র কার্ডটিতে প্রবেশ করুন এর পর আপনার প্রয়োজনীয় বাটন প্রেস করে আবেদন করুন। সংশোধনের আবেদন করতে যা যা প্রয়োজন হবে…
নিজ নামের সংশোধনের ক্ষেত্রে।
* শিক্ষা সনদ (SSC/JSC/PSC):
* জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি)।
শিক্ষা সনদ না থাকলে।
* ড্রাইভিং লাইসেন্স/পাসপোট:
* নিকাহনামা (Marriage Certificate):
* জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি অনলাইন কপি);
* হলফনামা:
* সন্তানের NID/জন্ম সনদ/শিক্ষা সনদ;
* চাকরিজীবী হলে সার্ভিসবুকের কপি।
পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে:
* পিতা-মাতার NID, মৃত্যু হলে মৃত্যু সনদ (অনলাইন);
* জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি);
* শিক্ষা সনদ (SSC/JSC/PSC);
* ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট।
* পারিবারিক সনদ (NID নাম্বার সহ):
* সকল ভাইবোনদের NID কার্ড:
* হলফনামা।
জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে:
* শিক্ষা সনদ (SSC/JSC/PSC);
* জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি);
* ওয়ারিশান সনদ (NID নাম্বার সহ):
শিক্ষা সনদ না থাকলে।
* ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট।
* নিকাহনামা (Marriage Certificate);
* জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি অনলাইন কপি)।
* হলফনামা:
* চাকরিজীবী হলে সার্ভিসবুকের কপি।
বয়স সংশোধন ৫ (পাঁচ) বছরের বেশি হলে।
* সিভিল সার্জন কর্তৃক রেডিওলোজিক্যাল প্রত্যয়নপত্র।
* উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক তদন্ত প্রতিবেদন।
স্বামী/স্ত্রীর নামের সংশোধনের ক্ষেত্রে।
নতুন বিবাহিত হলে।
* স্বামী-স্ত্রীর NID কার্ড:
* নিকাহনামা (Marriage Certificate):
তালাকপ্রাপ্ত হলে: তালাকনামা, নিকাহনামা (নতুন ও পুরাতন)
* নতুন স্বামী/স্ত্রীর NID কার্ড।
স্থায়ী ঠিকানা সংশোধনের ক্ষেত্রে:
* জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি);
* নাগরিকত্ব সনদ:
* ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি): * জমির দলিল।
ভোটার এলাকা স্থানান্তরের ক্ষেত্রে:
* যে এলাকায় স্থানান্তরিত হবেন যে এলাকার চেয়ারম্যান/ মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ;
* ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি)
* যে এলাকায় স্থানান্তরিত হবেন যে এলাকায় নিজের নামে অথবা পিতার নামে মাঠপর্চা/জমির দলিল।
রক্তের গ্রুপ ও মোবাইল নং সংযুক্তি/সংশোধনের ক্ষেত্রে।
* ব্লাড টেস্টের মেডিক্যাল সার্টিফিকেট।
* সংশ্লিষ্ট মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ার কর্তৃক প্রত্যয়নপত্র (যে মোবাইল নম্বরটি ঐ ব্যক্তির NID দিয়ে ক্রয় করা হয়েছে)।
বিঃদ্রঃ। জাতীয় পরিচয়পত্র NID সংশোধনের জন্য উল্লিখিত সকল ডকুমেন্টস ফটোকপি হলে অবশ্যই গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
জাতীয় পরিচয়পত্র NID সংশোধনের জন্য প্রয়োজন সাপেক্ষে আরও ডকুমেন্টস্ দরকার হতে পারে।