আজকের বিক্রয়ঃ 0.00

চাকরি ও ভর্তি সংক্রান্ত তথ্য সবার আগে

সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত প্ল্যাটফর্ম আইটি ইনফরমেশন এর জন্য

বন অধিদপ্তরের নিয়োগ

বন অধিদপ্তর

বন অধিদপ্তর সম্প্রতি ৩৩৭টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।

bforest.gov.bd

পদের বিবরণ:

  1. ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান
    • পদসংখ্যা: ১৩টি
    • বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
    • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  2. গাড়ি চালক
    • পদসংখ্যা: ২৫টি
    • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • অতিরিক্ত যোগ্যতা: বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
  3. স্পিড বোট ড্রাইভার
    • পদসংখ্যা: ১৩টি
    • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • অতিরিক্ত যোগ্যতা: স্পিড বোট ড্রাইভার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা।
  4. বন প্রহরী
    • পদসংখ্যা: ২৮৬টি
    • বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
    • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা:

  • ১৮ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
  • সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা:

  • ২৯ জানুয়ারি ২০২৫ থেকে ২ মার্চ ২০২৫ পর্যন্ত।

আরো চাকরির খবর পেতে ভিজিট করুন আইটি ল্যান্সার বিডি তে

এছাড়া ইউটিবে পাবেন দারুন সব টিপ্স।

শীঘ্রই যুক্ত হচ্ছে
কোম্পানি

আমাদের সম্পর্কে

পলিসি

ক্যারিয়ার 

অন্যান্য
আমাদের সাথে যুক্ত হউন

কল করুন: 01755-683948 (8AM-11PM) info@itlancerbd.com

আইটি ল্যান্সার বিডি AI ম্যাসেন্জার Bot Icon

@ 2022-2025  আইটি ল্যান্সার  বিডি ডট কম

IT Lancer BD Logo
আইটি দুনিয়ায় স্বাগতম

আসসালামু আলাইকুম,  

আপনি জেনে খুশি হবেন যে আইটি ল্যান্সার বিডি এখন ১৫০০+ আইটি সপারের পরিবার। IT Lancer BD এর  উদ্যেশই এক ঝাঁক তরুন কে নিয়ে এগিয়ে যাওয়া। যাতে প্রত্যেক আইটি সপার তার ব্যবসাকে সর্বোচ্চ স্থানে নিতে পারে। আর আমাদের সকলের উচিৎ IT Lancer BD এর প্রচার ও প্রসাররের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা । কারন কমিউনিটি যত বড় হবে তথ্য ভান্ডার ও তত বড় হবে।
যেভাবে অন্যদের যুক্ত করা যায়ঃ-
▐▐ আমাদের পাশের বাজারের পরিচিত আইটি সপারকে IT Lancer BD সম্পর্কে ধারনা দিতে পারি।
▐▐ ফেইজবুকে আইটি রিলেটেড পোস্টে IT Lancer BD সম্পর্কে কমেন্ট করতে পারি।
আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন লাইভ চ্যাট এর মাধ্যমে।

গ্রাহকের বয়স হিসাব করুন IT Lancer BD তে




গ্রাহকের WhatsApp নাম্বার লিখুন

খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।

** জন্ম নিবন্ধনের আবেদনের সময় আবেদনকারির সকল তথ্য নিয়ে নিন।

জন্ম নিবন্ধন

** আপনার মোবাইলে NID Wallet এপস্ টি ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র

** সনদ কার্ড ডাউনলোড করার সময় গ্রাহককে প্রবাসী কিনা জানতে চাইবেন। প্রবাসী হলে সনদ ডাউনলোডের সময় পাসপোট নম্বর যুক্ত করে দিবেন।

কভিড (করনা ভাইরাস)