চাকরি ও ভর্তি সংক্রান্ত তথ্য সবার আগে

সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত প্ল্যাটফর্ম আইটি ইনফরমেশন এর জন্য

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ

গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে মোট ১৪টি ভিন্ন ভিন্ন পদের জন্য মোট ১৫৪ জন লোক নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ ও সময়: ০১ জুলাই ২০২৫ সকাল ১০:০০ টা।

আবেদন শেষের তারিখ ও সময়: ২৮ জুলাই ২০২৫ বিকাল ০৫:০০ টা।

বিশেষ কিছু তথ্য:

  • আবেদন শুধুমাত্র অনলাইনে https://mcd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
  • সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স ০১-০৭-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্র/অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।
  • লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
  • আবেদনের ফি ১-১০ নং ক্রমিকের পদসমূহের জন্য ১১২/- টাকা এবং ১১-১৪ নং ক্রমিকের পদসমূহের জন্য ৫৬/- টাকা।
  • আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

এছড়া আমাদের ওয়েবসাইটে কম্পিউটার দোকানের সকল তথ্য একসাথে পাবেন।

IT Lancer BD Logo
আইটি দুনিয়ায় স্বাগতম

আসসালামু আলাইকুম,  

আপনি জেনে খুশি হবেন যে আইটি ল্যান্সার বিডি এখন 2200+ আইটি সপারের পরিবার। IT Lancer BD এর  উদ্যেশই এক ঝাঁক তরুন কে নিয়ে এগিয়ে যাওয়া। যাতে প্রত্যেক আইটি সপার তার ব্যবসাকে সর্বোচ্চ স্থানে নিতে পারে। আর আমাদের সকলের উচিৎ IT Lancer BD এর প্রচার ও প্রসাররের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা । কারন কমিউনিটি যত বড় হবে তথ্য ভান্ডার ও তত বড় হবে।
যেভাবে অন্যদের যুক্ত করা যায়ঃ-
▐▐ আমাদের পাশের বাজারের পরিচিত আইটি সপারকে IT Lancer BD সম্পর্কে ধারনা দিতে পারি।
▐▐ ফেইজবুকে আইটি রিলেটেড পোস্টে IT Lancer BD সম্পর্কে কমেন্ট করতে পারি।
আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন লাইভ চ্যাট এর মাধ্যমে।

গ্রাহকের বয়স হিসাব করুন IT Lancer BD তে




জন্মতারিখ ক্যালকুলেটর

জন্মতারিখ নির্ণয় ক্যালকুলেটর



গ্রাহকের WhatsApp নাম্বার লিখুন

খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।

** জন্ম নিবন্ধনের আবেদনের সময় আবেদনকারির সকল তথ্য নিয়ে নিন।

জন্ম নিবন্ধন

** আপনার মোবাইলে NID Wallet এপস্ টি ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র

** সনদ কার্ড ডাউনলোড করার সময় গ্রাহককে প্রবাসী কিনা জানতে চাইবেন। প্রবাসী হলে সনদ ডাউনলোডের সময় পাসপোট নম্বর যুক্ত করে দিবেন।

কভিড (করনা ভাইরাস)