চাকরি ও ভর্তি সংক্রান্ত তথ্য সবার আগে

সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত প্ল্যাটফর্ম আইটি ইনফরমেশন এর জন্য

পায়রা বন্দর কর্তৃপক্ষে নিয়োগ

পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট ১২টি পদে মোট ১৫ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়:

  • আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরুর তারিখ ও সময়: ২৫ জুন ২০২৫, সকাল ১০:০০ টা ।
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৫, বিকাল ০৫:০০ টা ।
  • ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

পদের নাম, সংখ্যা, বয়সসীমা (০১ জুন ২০২৫ তারিখে) ও শিক্ষাগত যোগ্যতা:

  • ১। পাইলট
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। মাস্টার (এফজি) বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসাবে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা; অথবা খ। ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ৮ (আট) বৎসরের সামুদ্রিক অভিজ্ঞতা ।
  • ২। সহকারী পরিচালক (এস্টেট)
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর । অভিজ্ঞদের ক্ষেত্রে ৫ বছর শিথিলযোগ্য ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এলএল.বি. ডিগ্রি; অথবা খ। এলএল.এম. ডিগ্রি ।
  • ৩। সহকারী ড্রেজিং মাস্টার
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। ৩য় শ্রেণির ডিটিপি (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেট; অথবা খ। ৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট এবং গ। বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসাবে ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা ।
  • ৪। সহকারী পরিচালক (অর্থ)
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/ অর্থনীতিতে- (১) ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা (২) ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি: অথবা খ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে মেজরসহ এমবিএ (মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ডিগ্রি: তবে চার্টার্ড একাউনটেন্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট একাউনটেন্ট (সিএমএ) সার্টিফিকেটধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে ।
  • ৫। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং ।
  • https://www.google.com/search?q=%E0%A7%AC। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর । বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ।
  • ৭। উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ।
  • ৮। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে অন্যূন বাংলা ২০ ও ইংরেজী ২০ শব্দ ।
  • ৯। ল্যান্ড সার্ভেয়ার
    • পদের সংখ্যা: ০৩ (তিন) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ। কোনো স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি ডিগ্রি ।
  • ১০। লস্কর
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
  • ১১। অফিস সহায়ক
    • পদের সংখ্যা: ০২ (দুই) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। অষ্টম শ্রেণি পাশ বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
  • ১২। নিরাপত্তা রক্ষী
    • পদের সংখ্যা: ০১ (এক) টি
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
    • শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে: (১) প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি: বুকের মাপ:স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ২ ইঞ্চি। (২) আবেদনকারীকে ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। (৩) আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। (৪) আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6×6 হতে হবে। (৫) বর্ণান্ধতা (Colour Blindness) গ্রহণযোগ্য নয়। নক নি (Knock Knee) এবং ফ্ল্যাট ফুট (Flat Foot) থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে; দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ (HBs Ag ‘Negative’) হতে হবে; cite_start উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনুসৃত তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে ।

অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • আবেদন শুধুমাত্র অনলাইনে (http://ppa.teletalk.com.bd) করতে হবে ।
  • কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে ।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে ।
  • প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
  • কোনো প্রকার ভাতা (TA/DA) প্রদান করা হবে না ।
  • ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রমাণিত হলে বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
  • আবেদনপত্রের ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ পিক্সেল) হতে হবে ।
  • প্রবেশপত্র পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট (http://ppa.teletalk.com.bd অথবা www.ppa.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে ।
  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে ।
IT Lancer BD Logo
আইটি দুনিয়ায় স্বাগতম

আসসালামু আলাইকুম,  

আপনি জেনে খুশি হবেন যে আইটি ল্যান্সার বিডি এখন 2200+ আইটি সপারের পরিবার। IT Lancer BD এর  উদ্যেশই এক ঝাঁক তরুন কে নিয়ে এগিয়ে যাওয়া। যাতে প্রত্যেক আইটি সপার তার ব্যবসাকে সর্বোচ্চ স্থানে নিতে পারে। আর আমাদের সকলের উচিৎ IT Lancer BD এর প্রচার ও প্রসাররের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা । কারন কমিউনিটি যত বড় হবে তথ্য ভান্ডার ও তত বড় হবে।
যেভাবে অন্যদের যুক্ত করা যায়ঃ-
▐▐ আমাদের পাশের বাজারের পরিচিত আইটি সপারকে IT Lancer BD সম্পর্কে ধারনা দিতে পারি।
▐▐ ফেইজবুকে আইটি রিলেটেড পোস্টে IT Lancer BD সম্পর্কে কমেন্ট করতে পারি।
আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন লাইভ চ্যাট এর মাধ্যমে।

গ্রাহকের বয়স হিসাব করুন IT Lancer BD তে




জন্মতারিখ ক্যালকুলেটর

জন্মতারিখ নির্ণয় ক্যালকুলেটর



গ্রাহকের WhatsApp নাম্বার লিখুন

খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।

** জন্ম নিবন্ধনের আবেদনের সময় আবেদনকারির সকল তথ্য নিয়ে নিন।

জন্ম নিবন্ধন

** আপনার মোবাইলে NID Wallet এপস্ টি ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র

** সনদ কার্ড ডাউনলোড করার সময় গ্রাহককে প্রবাসী কিনা জানতে চাইবেন। প্রবাসী হলে সনদ ডাউনলোডের সময় পাসপোট নম্বর যুক্ত করে দিবেন।

কভিড (করনা ভাইরাস)