পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট ১২টি পদে মোট ১৫ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়:
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরুর তারিখ ও সময়: ২৫ জুন ২০২৫, সকাল ১০:০০ টা ।
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৫, বিকাল ০৫:০০ টা ।
- ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
পদের নাম, সংখ্যা, বয়সসীমা (০১ জুন ২০২৫ তারিখে) ও শিক্ষাগত যোগ্যতা:
- ১। পাইলট
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। মাস্টার (এফজি) বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসাবে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা; অথবা খ। ৩য় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ৮ (আট) বৎসরের সামুদ্রিক অভিজ্ঞতা ।
- ২। সহকারী পরিচালক (এস্টেট)
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর । অভিজ্ঞদের ক্ষেত্রে ৫ বছর শিথিলযোগ্য ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ এলএল.বি. ডিগ্রি; অথবা খ। এলএল.এম. ডিগ্রি ।
- ৩। সহকারী ড্রেজিং মাস্টার
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। ৩য় শ্রেণির ডিটিপি (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেট; অথবা খ। ৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট এবং গ। বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসাবে ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা ।
- ৪। সহকারী পরিচালক (অর্থ)
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/ অর্থনীতিতে- (১) ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা (২) ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি: অথবা খ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে মেজরসহ এমবিএ (মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ডিগ্রি: তবে চার্টার্ড একাউনটেন্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট একাউনটেন্ট (সিএমএ) সার্টিফিকেটধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে ।
- ৫। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং ।
- https://www.google.com/search?q=%E0%A7%AC। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর । বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ।
- ৭। উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ।
- ৮। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে অন্যূন বাংলা ২০ ও ইংরেজী ২০ শব্দ ।
- ৯। ল্যান্ড সার্ভেয়ার
- পদের সংখ্যা: ০৩ (তিন) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ। কোনো স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি ডিগ্রি ।
- ১০। লস্কর
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
- ১১। অফিস সহায়ক
- পদের সংখ্যা: ০২ (দুই) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। অষ্টম শ্রেণি পাশ বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
- ১২। নিরাপত্তা রক্ষী
- পদের সংখ্যা: ০১ (এক) টি
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর ।
- শিক্ষাগত যোগ্যতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে: (১) প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি: বুকের মাপ:স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ২ ইঞ্চি। (২) আবেদনকারীকে ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। (৩) আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। (৪) আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6×6 হতে হবে। (৫) বর্ণান্ধতা (Colour Blindness) গ্রহণযোগ্য নয়। নক নি (Knock Knee) এবং ফ্ল্যাট ফুট (Flat Foot) থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে; দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ (HBs Ag ‘Negative’) হতে হবে; cite_start উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনুসৃত তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে ।
অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- আবেদন শুধুমাত্র অনলাইনে (http://ppa.teletalk.com.bd) করতে হবে ।
- কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে ।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে ।
- প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
- কোনো প্রকার ভাতা (TA/DA) প্রদান করা হবে না ।
- ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রমাণিত হলে বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
- আবেদনপত্রের ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ পিক্সেল) হতে হবে ।
- প্রবেশপত্র পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট (http://ppa.teletalk.com.bd অথবা www.ppa.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে ।
- বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ, জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে ।