চাকরি ও ভর্তি সংক্রান্ত তথ্য সবার আগে

সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত প্ল্যাটফর্ম আইটি ইনফরমেশন এর জন্য

প্রাণিসম্পদ অধিদপ্তর পুনঃনিয়োগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর সম্প্রতি ৬৩৮টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

web.livemcq.com

পদের বিবরণ:

  • ক্যাশিয়ার: ৫৪টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪৬১টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে গতি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল): ৩৯টি পদ। যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
  • স্টোরকিপার: ৪টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
  • সহকারী স্টোরকিপার/সহকারী গুদামরক্ষক: ৪টি পদ। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
  • ড্রাইভার (বিভিন্ন ক্যাটাগরি): মোট ৭২টি পদ। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদন ফি:

আবেদনকারীদের ১০০ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংক পিএলসি-এর ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়।

jagonews24.com

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের e-Recruitment সিস্টেম এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

prothomalo.com

মন্তব্য:

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৭ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যেসকল প্রার্থীদের আবেদন গৃহীত হয়েছিলো, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে যাদের আবেদন বাতিল হয়েছিলো, তারা এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারবেন।

IT Lancer BD Logo
আইটি দুনিয়ায় স্বাগতম

আসসালামু আলাইকুম,  

আপনি জেনে খুশি হবেন যে আইটি ল্যান্সার বিডি এখন ১৫০০+ আইটি সপারের পরিবার। IT Lancer BD এর  উদ্যেশই এক ঝাঁক তরুন কে নিয়ে এগিয়ে যাওয়া। যাতে প্রত্যেক আইটি সপার তার ব্যবসাকে সর্বোচ্চ স্থানে নিতে পারে। আর আমাদের সকলের উচিৎ IT Lancer BD এর প্রচার ও প্রসাররের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা । কারন কমিউনিটি যত বড় হবে তথ্য ভান্ডার ও তত বড় হবে।
যেভাবে অন্যদের যুক্ত করা যায়ঃ-
▐▐ আমাদের পাশের বাজারের পরিচিত আইটি সপারকে IT Lancer BD সম্পর্কে ধারনা দিতে পারি।
▐▐ ফেইজবুকে আইটি রিলেটেড পোস্টে IT Lancer BD সম্পর্কে কমেন্ট করতে পারি।
আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন লাইভ চ্যাট এর মাধ্যমে।

গ্রাহকের বয়স হিসাব করুন IT Lancer BD তে




জন্মতারিখ ক্যালকুলেটর

জন্মতারিখ নির্ণয় ক্যালকুলেটর



গ্রাহকের WhatsApp নাম্বার লিখুন

খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।

** জন্ম নিবন্ধনের আবেদনের সময় আবেদনকারির সকল তথ্য নিয়ে নিন।

জন্ম নিবন্ধন

** আপনার মোবাইলে NID Wallet এপস্ টি ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র

** সনদ কার্ড ডাউনলোড করার সময় গ্রাহককে প্রবাসী কিনা জানতে চাইবেন। প্রবাসী হলে সনদ ডাউনলোডের সময় পাসপোট নম্বর যুক্ত করে দিবেন।

কভিড (করনা ভাইরাস)