আজকের বিক্রয়:
$0.00
এই মাসের বিক্রয় :$0.00
বিক্রয় বিবরন
Date | Service | Quantity | Total Amount | Action |
---|
November 21, 2024 3:36 PM
$0.00
এই মাসের বিক্রয় :$0.00
Date | Service | Quantity | Total Amount | Action |
---|
আমাদের সম্পর্কে
পলিসি
ক্যারিয়ার
@ 2022-2024 আইটি ল্যান্সার বিডি ডট কম
আসসালামু আলাইকুম,
খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।
77 Responses
প্রতিদিন কয়েক বার ব্যবহার করি। আগে ইমো থেকে ছবি প্রিন্ট করে গ্রাহককে খুশি করতে পারতাম না। এখন খুবই ভালো ছবি প্রিন্ট হয়।
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
ধন্যবাদ সুমন ভাই, আমাদের সকলের প্রচেষ্টায় আইটি ল্যান্সার বিডি অনেক দূর এগিয়ে যাবে।
অনেক সুন্দর রেজুলেশন আসে ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি
আপনাদের একটি কমেন্ট আইটি ল্যান্সার টিমকে নতুন ফিচার নিয়ে কাজ করতে উৎসাহিত করে। ধন্যবাদ।
onek onek dhonnobad
ধন্যবাদ ভাই
এমন একটা সাইট তৈরি করার জন্য ধন্যবাদ,আসাকরি সামনে আরো ভালো কিছু পাব। ইনশাআল্লাহ
আপনার আইটি ব্যবসার জন্য শুভ কামনা। আমরা সকলে মিলে চেষ্টা ও সহযোগীতা করলে আশাকরি এই সাইট টি আইটি ব্যবসায়ীদের অনেক সমস্যার অবসান করবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ
অনেক সুন্দর রেজুলেশন আসে ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি
ধন্যবাদ মিঠু ভাই, আশাকরি আইটি ল্যান্সারের পাশেই থাকবেন।
due er Total ta ase na kne
ভাই ডিউ টোটাল তো কাজ কাজ করছে সবার। ফুল ভার্সন এর কাজ চলছে । আশাকরি এসব সমস্যা থাকবেন।
সেলের যে হিসাব রয়েছে তা কি শুধু দৈনিক এর না শুধু মাসিক হিসাব এন্টি থাকে
রায়হান ভাই, দৈনিক, সাপ্তাহিক, মাসিক এমন কি বাৎসরিক রিপোর্ট ডাউননোড ও প্রিন্ট এর অপশন আসছে আইটি হিসাবের ফুল ভার্সনে। অবশ্যই তা শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররা ই ব্যবহার করতে পারবে।
ভাই আমি প্রিমিয়াম ইউজার , আমি আগের দিন হিসাব ওকে করে রেখেছি কিন্তু পরের দিনে এসে দেখি আমার হিসাব ০০ হয়ে আছে।
হিসাবের প্রিমিয়াম এ্যাপ এখনো পাবলিষ্ট হয়নি। পাবলিষ্ট হলেই নোটিস পেয়ে যাবেন।
হিসাবের সাইটটি কি ২৪ ঘন্টা থাকবে না কি ১ মাস থাকবে।
ব্রাউজারে সেভ থাকবে। বের হয়ে গেলে শেষ।
আংশিক ঠিক বলেছেন। ব্রাউজারে সেইভ থাকবে এবং রাত ১২ টা পর্যন্ত প্রতিদিনের হিসাব থাকবে। কারন এটা বিনামূল্য ব্যবহার করা যায়। আর প্রিমিয়াম ইউজারদের জন্য থাকছে ডাটাবেজ এ সেইভের ব্যবস্থা যা ১ দিন ৭ দিন ১ বছর পর ও প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
Excellent! Very easy to use. All service in one platform
Thank you for your positive feedback! We’re thrilled to hear that you find our platform excellent and easy to use. We strive to provide a seamless experience by consolidating all services in one place. If you have any suggestions or if there’s anything else we can assist you with, feel free to let us know. We appreciate your support!
Excellent! Very easy to use. All service in one platform
Verrrrrrry Gooooooooooooooood
বাকি টাকা কালেকশন অপশন আছে কি?
প্রিমিয়াম ভার্সনে থাকছে। ইনশাআল্লাহ!!!
আলহামদুলিল্লাহ, খুব ভালো এবং সহজ একটা প্লাটফ্রম।
অনেক ধন্যবাদ।
আমার মতে সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আইটি ল্যান্সার খুবই গুরুত্বপূর্ণ । কাজকে সহজ করে দিয়েছে আইটি ল্যান্সার। ধন্যবাদ এমন উদ্যোগের জন্য আমি অনেকদিন হলো এটা ব্যবহার করছি খুবই ভালো। ১০০ তে ৯৯।
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
হাই
আইটি লান্সার এর আইটি হিসাব এ এখন দৈনিক হিসাব রাখা যায়। যদি এক মাসের হিসাব একসাথে পাওয়া যেতো তাহলে ভালো হতো।
আইটি হিসাব বিনামূল্যে ব্যবহার করা যায়। আর প্রিমিয়াম ইউজারদের জন্য থাকছে আইটি হিসাব প্রো। ডাটাবেজ এ সেইভের ব্যবস্থা যা ১ দিন ৭ দিন ১ বছর পর ও প্রিন্ট বা ডাউনলোড করার সুবিধা। এছাড়া অপেক্ষমান কাজের তালিকা এর প্রিমিয়াম ভার্সন। আরো অনেক ফিচার।
রেজুলেশান সাইটে কয়েক দিন পর অটো সাইন আউট হয়েছে।
ডেইলি সেলস এর পাশাপাশি বকেয়া কলাম রাখা উচিত। তাছাড়া আজকের বকেয়া টাকা ২দিন পরে পরিশোধ হলে তা বকেয়া কলামে থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি দিনের আয় ব্যয় দেখার ব্যবস্থা করতে হবে।
সকল মাসের হিসাব কিভাবে রাখবো
ডেভলপমেন্ট এর কাজ চলছে। শীঘ্রই আফডেট পাবেন।
service list update korty hoby..like–balack print, scan, mail, id card, etc
ভাই আপনাদের বাকি হিসাবের একটা তালিকা তৈরী করা দরকার
যদি দ্রুত করতেন অনেক উপকার হবে
অটো ডিলিট কেন হচ্ছে
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে। ধন্যবাদ দেওয়াটাও ছোট করে দেখা হয়। অনেক অনেক ভালোবাসা রইল।
Thanks
অসংখ্য ধন্যবাদ। এইরূপ একটি অসাধারণ পরিসেবা প্রদানের জন্য।
আসলে একটা অসাধারন প্লটফর্ম। ধন্যবাদ দিলে কম হবে।
খরছে হিসাবটা দিলে ভালো হতো?
খুব সুন্দর একটা প্লাটফর্ম ধন্যবাদ পরিচালক কে
অসাধারণ,
জমা, বিকাশের হিসাব, ব্যাংক হিসাব এগুলো এড করলে ভালো হবে হযরত!
বিক্রির তথ্য এডিট করার আপশন যোগ করলে আরো সহজ হত কাজ করা ।
onek onek dhonnobad
প্রিন্ট দিলে দোকানের নাম আসে না। নাম আসলে খুব ভালো হতো।
নতুন ভার্সনের কাজ চলছে। আনেক কিছু যুক্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া সহযোগীতা প্রয়োজন।
হেবি সুন্দর একটি মাধ্যম। আমি খুব খুশি।
আগে ইমো থেকে ছবি প্রিন্ট করে গ্রাহককে খুশি করতে পারতাম না। এখন খুবই ভালো ছবি প্রিন্ট হয়।
আমি প্রতিদিন কয়েক বার ব্যবহার করি। ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে।
অসংখ্য ধন্যবাদ আইটি ল্যান্সার বিডিকে। শুভ কামনা রইল!!!
আমার মতে সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আইটি ল্যান্সার খুবই গুরুত্বপূর্ণ । কাজকে সহজ করে দিয়েছে আইটি ল্যান্সার। ধন্যবাদ এমন উদ্যোগের জন্য আমি অনেকদিন হলো এটা ব্যবহার করছি খুবই ভালো
হিসাবের অংশ যদি খরচ টা এড করা যাই এবং খরচ লেখার সাথে সাথে মোট আয়ের থেকে বিয়োগ হয় তা হলে মনে হয় ভাল হত
বিকাশের হিসাব, বাকির হিসাব
সারাদিনের হিসাব গুলো এক সাথে প্রিন্ট দেয়া থাকলে ভালো হয় । আর সার্ভিস এর ক্ষেত্রে আইটেম এর নাম লেখা থাকলে অনেক ভালো হতো ।
সারাদিনের হিসাব গুলো এক সাথে প্রিন্ট দেয়া থাকলে ভালো হয় । আর সার্ভিস এর ক্ষেত্রে আইটেম এর নাম লেখা থাকলে অনেক ভালো হতো ।
অনেক সুন্দর রেজুলেশন আসে। ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
প্রতিদিন কয়েক বার ব্যবহার করি। ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
খুব ভালো
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
যত দ্রুত আইটি ল্যান্সারের প্রচার হবে এবং সদস্য বৃদ্ধি পাবে আশা করি আইটি ল্যান্সার তত দ্রুত নতুন নতুন সেবা যুক্ত করে আমাদের আইটি ব্যবসাকে লক্ষে পৌচাতে সাহায্য করবে। আমাদের সকলের উচিত আইটি ল্যান্সারের বিভিন্ন সেবাগুলো সম্পর্কে আমাদের পরিচিত আইটি ব্যাবসায়িদের জানানো।
আমার মতে সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আইটি ল্যান্সার খুবই গুরুত্বপূর্ণ । কাজকে সহজ করে দিয়েছে আইটি ল্যান্সার। ধন্যবাদ এমন উদ্যোগের জন্য আমি অনেকদিন হলো এটা ব্যবহার করছি খুবই ভালো
প্রতিদিন ব্যবহার করি। ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে ।
খুবই ভালো একটা সাইট,
কাজ করে অনেক ভালো লাগে,
এমন একটা সাইট পেয়ে খুবই খুশি ও আনন্দিত।
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে।
সার্ভিস অপশনে যদি অন্যান্য সিলেক্ট করার পর একটি খালিঘর আসতো যেটাতে আমরা কাজের নাম লিখতে পারতাম নিজে তাহলে ভালো হতো।
যেহেতু সার্ভিস অপশনে সকল প্রকার কাজের কথা লিখা নেই।
সব ঠিক আছে ভালো লেগেছে ওয়েব সাইটটি। ব্যায় হিসাবের জন্য অপশন রাখা উচিত।
ডেইলি সেলস এর পাশাপাশি বকেয়া কলাম রাখা উচিত। তাছাড়া আজকের বকেয়া টাকা ২দিন পরে পরিশোধ হলে তা বকেয়া কলামে থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি দিনের আয় ব্যয় দেখার ব্যবস্থা করতে হবে।
ইমু ফটো কনভাট আজ কিছু দিন সমস্যা করছে । এতদিন ব্যববহার করছি ভালই ছিল । উপকার পাচ্ছি ধন্যবাদ।
আইটি ল্যান্সার বিডি,
আইটি হিসাব সিস্টেম টি অত্যন্ত ভালো তবে
অন্যান্য যে বিষয়টি সেট করে দিয়েছেন সেটি আসলে কার্যকর নয় কেননা অন্যান্যর জায়গায় ম্যানুয়াল ভাবে লিখে হিসাব করলে সবচাইতে ভালো হবে।
কেননা অন্যান্য জিনিস তো অনেক হতে পারে (সেক্ষেত্রে ম্যানুয়াল লেখার ব্যবস্থা করলে ) ভালো হবে
ধন্যবাদ
বিবরণ বা মন্তব্যের একটি ঘর থাকলে বেশ সুবিধা হতো। ধন্যবাদ
ধন্যবাদ আইটি ল্যান্সার বিডি কে