আইটি ল্যান্সারঃ আইটি ল্যান্সার এমন একটি প্ল্যাটফর্ম যার সূচনা হয়েছে কিছু সংখ্যক আইটি সপের লিংক ও ফাইল ফরমেট এর যোগান দিতে। আর এই প্রতিষ্ঠানের ডাটা বিশ্লেষণ ও ডাটা এন্ট্রির কাজ করছেন আইটি সেক্টরে পনেরো বছরের ও বেশি সময়ের অভিজ্ঞ কিছু আইটি প্রফেশনাল। যাদের নিপুন দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এমন একটি আইটি প্ল্যাটফর্ম পেয়েছি।
যেভাবে আমাদের সহযোগীতা করতে পারে?
সময়ঃ যে সব সপার আইটি ল্যান্সার ব্যবহার করছে তারা প্রায় সব তথ্য আইটি ল্যান্সারের বিভিন্ন ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন। তাই গুগুল সার্চ করে মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন হয়না।
বিজ্ঞাপন মুক্তঃ বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র আইটি ইনফরমেটিভ ওয়েবসাইট আইটি ল্যান্সার যেখানে কোন বিজ্ঞাপন প্রদর্শিত হয়না।
আপডেট ফাইল ফরেমটঃ আইটি ল্যান্সার প্রিমিয়াম মেম্বারগন আপডেট ফাইল ফরমেট ( সিভি, ক্রয় বিক্রয় সম্পর্কিত, চাকরি সম্পর্কিত, হালখাতার কার্ড, জন্ম স্মরনিকা, ক্যাশ মেমো আরো অসংখ্য) ডাউনলোড করে গ্রাহকের তথ্য যুক্ত করতে পারবেন।
আয় বৃদ্ধিঃ আপডেট লিংক ও ফাইল ফরমেট ব্যবহারের ফলে সকল গ্রাহককে সেবা দিয়ে এবং দ্রুততার সাথে সেবা দিয়ে আয় বৃদ্ধি করা যাবে।
ব্যবসার প্রচারঃ আইটি ল্যান্সারের বিজ্ঞাপন ক্যাটাগরি থেকে ব্যবসার প্রচার ও প্রসার এর জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও বিজ্ঞাপনের ফরমেট ব্যবহার করা যাবে। এতে আমাদের আইটি ব্যবসা কাংখিত লক্ষে পৌছাতে পারবে।
দক্ষতাঃ নতুন নতুন ক্যাটাগরির কাজ করে এবং প্রিমিয়াম ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে নিজের আয়ের পাশাপাশি দক্ষতা অর্জন করা যাবে।
কমিউনিটিঃ আইটি ল্যান্সারের মাধ্যমে সারা দেশের সকল দক্ষ আইটি এক্সপার্টদের সাথে এক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজের কমিউনিটি বৃদ্ধি করা যাবে।
পরিশেষে বলাযায় একজন আইটি ব্যবসায়ীর জন্য আইটি ল্যান্সারের কোন বিকল্প নেই।