ব্লগ পড়ুন ও লিখুন

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র!!!

কম্পিউটার দোকানে বা অফিসে ব্যবহৃত প্রিন্টার দীর্ঘ দিন ভালো রাখবো যেভাবে

কম্পিউটার দোকানে প্রিন্টার দীর্ঘস্থায়ী ও কার্যকরভাবে চালানোর জন্য কিছু সহজ কিন্তু কার্যকর টিপস অনুসরণ করুন:

1️⃣ নিয়মিত পরিষ্কার করুন – প্রিন্টারের বাহ্যিক অংশ এবং কাগজ ফিডার নিয়মিত পরিষ্কার করুন যেন ধুলো জমে নষ্ট না হয়।
2️⃣ ভাল মানের কাগজ ব্যবহার করুন – কম মানের কাগজ ব্যবহারে কাগজ আটকে যাওয়ার প্রবণতা বাড়ে।
3️⃣ ইনক ও টোনার পর্যাপ্ত রাখুন – শুকনো বা কম ইনক/টোনার থাকলে প্রিন্টের মান খারাপ হতে পারে।
4️⃣ প্রিন্টার চালু রাখুন বা সঠিকভাবে বন্ধ করুন – দীর্ঘদিন বন্ধ থাকলে নোজল ব্লক হয়ে যেতে পারে, তাই মাঝে মাঝে প্রিন্ট করুন।


5️⃣ ওভারলোডিং এড়িয়ে চলুন – একবারে বেশি সংখ্যক প্রিন্টের নির্দেশ দিলে প্রিন্টার অতিরিক্ত গরম হতে পারে।
6️⃣ সফটওয়্যার আপডেট করুন – প্রিন্টারের ড্রাইভার ও ফার্মওয়্যার নিয়মিত আপডেট করুন যেন পারফরম্যান্স ভালো থাকে।
7️⃣ প্রিন্ট হেড ক্লিন করুন – কালো দাগ বা অস্পষ্ট প্রিন্ট এড়াতে মাঝে মাঝে প্রিন্ট হেড ক্লিনিং অপশন ব্যবহার করুন।
8️⃣ বিদ্যুৎ সমস্যা থেকে রক্ষা করুন – ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে বাঁচতে স্ট্যাবিলাইজার বা ইউপিএস ব্যবহার করুন।
9️⃣ কাগজের সঠিক লোডিং নিশ্চিত করুন – ভুলভাবে কাগজ লোড করলে জ্যাম হতে পারে।
🔟 নিয়মিত মেইনটেন্যান্স করুন – বিশেষজ্ঞ দ্বারা বছরে অন্তত একবার প্রিন্টার চেকআপ করানো ভালো।

✅ এই সহজ টিপসগুলো মানলে আপনার প্রিন্টার দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে! 🚀

Leave a Reply

নতুন পোষ্ট সমূহ

//////////////////////////////
IT Lancer BD Logo
আইটি দুনিয়ায় স্বাগতম

আসসালামু আলাইকুম,  

আপনি জেনে খুশি হবেন যে আইটি ল্যান্সার বিডি এখন ১৫০০+ আইটি সপারের পরিবার। IT Lancer BD এর  উদ্যেশই এক ঝাঁক তরুন কে নিয়ে এগিয়ে যাওয়া। যাতে প্রত্যেক আইটি সপার তার ব্যবসাকে সর্বোচ্চ স্থানে নিতে পারে। আর আমাদের সকলের উচিৎ IT Lancer BD এর প্রচার ও প্রসাররের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করা । কারন কমিউনিটি যত বড় হবে তথ্য ভান্ডার ও তত বড় হবে।
যেভাবে অন্যদের যুক্ত করা যায়ঃ-
▐▐ আমাদের পাশের বাজারের পরিচিত আইটি সপারকে IT Lancer BD সম্পর্কে ধারনা দিতে পারি।
▐▐ ফেইজবুকে আইটি রিলেটেড পোস্টে IT Lancer BD সম্পর্কে কমেন্ট করতে পারি।
আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন লাইভ চ্যাট এর মাধ্যমে।

গ্রাহকের বয়স হিসাব করুন IT Lancer BD তে




গ্রাহকের WhatsApp নাম্বার লিখুন

খুব সহজেই গ্রাহকের সাথে হোয়াটর্স এ্যাপ এ যুক্ত হওয়ার জন্য ।

** জন্ম নিবন্ধনের আবেদনের সময় আবেদনকারির সকল তথ্য নিয়ে নিন।

জন্ম নিবন্ধন

** আপনার মোবাইলে NID Wallet এপস্ টি ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র

** সনদ কার্ড ডাউনলোড করার সময় গ্রাহককে প্রবাসী কিনা জানতে চাইবেন। প্রবাসী হলে সনদ ডাউনলোডের সময় পাসপোট নম্বর যুক্ত করে দিবেন।

কভিড (করনা ভাইরাস)